Dhaka 5:39 am, Tuesday, 20 May 2025

হ’ত্যা মামলায় বাংলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার, নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি ‘হ’ত্যা’ মা’ম’লায় দেশের প্রখ্যাত অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ নির্দেশ দেন। এর আগে, গত ১২ মার্চ একই মামলায় জামিন পান শমী কায়সার। হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করেন।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী হামিদুল মিসবাহ এবং সহকারী হিসেবে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার।

মামলার সূত্র অনুযায়ী, ২০২3 সালের ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। এরপর নিম্ন আদালত থেকে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানির প্রেক্ষিতে হাইকোর্ট ১০ ডিসেম্বর তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালত মঞ্জুর করে। পরবর্তীতে নিয়মিত বেঞ্চ রুল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করে দেয়।

একই মামলার প্রেক্ষিতে অবশেষে আজ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এরপর ১৪ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান শমী কায়সার।

উল্লেখ্য, ১৯৭০ সালে জন্ম নেওয়া শমী কায়সার বিশিষ্ট লেখক শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রীর বোন মায়া পান্না হওয়ায় রাজনীতিক মাহি বি চৌধুরীর সঙ্গে শমী কায়সারের আত্মীয়তা রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকরামুজ্জান মিনা গ্রেপ্তার

হ’ত্যা মামলায় বাংলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার, নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল

প্রকাশঃ 06:58:24 am, Wednesday, 9 April 2025

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি ‘হ’ত্যা’ মা’ম’লায় দেশের প্রখ্যাত অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ নির্দেশ দেন। এর আগে, গত ১২ মার্চ একই মামলায় জামিন পান শমী কায়সার। হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করেন।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী হামিদুল মিসবাহ এবং সহকারী হিসেবে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার।

মামলার সূত্র অনুযায়ী, ২০২3 সালের ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। এরপর নিম্ন আদালত থেকে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানির প্রেক্ষিতে হাইকোর্ট ১০ ডিসেম্বর তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালত মঞ্জুর করে। পরবর্তীতে নিয়মিত বেঞ্চ রুল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করে দেয়।

একই মামলার প্রেক্ষিতে অবশেষে আজ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এরপর ১৪ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান শমী কায়সার।

উল্লেখ্য, ১৯৭০ সালে জন্ম নেওয়া শমী কায়সার বিশিষ্ট লেখক শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রীর বোন মায়া পান্না হওয়ায় রাজনীতিক মাহি বি চৌধুরীর সঙ্গে শমী কায়সারের আত্মীয়তা রয়েছে।