প্যালেস্টাইনের গাজায় সাধারণ মানুষের ওপর ইসরাইলের অহরহ হানাহানি ও গণহত্যার প্রতিবাদে,,,,,,,,, আজ এস,ইউ,সি,আই ,,সি, ,,,মার্কিন দূতাবাসে বিক্ষোভ মিছিল করলেন,,,

sam.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

বুধবার, বেলা ২.৩০ মিনিটে, লেলিন মুক্তির সামনে থেকে,, মার্কিন দূতাবাস পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করলেন, এস ইউ সি,আই,,,সি কর্মীরা,, তাহার বলেন যেভাবে প্যালেস্টাইনের গাজায় সাধারণ মানুষের উপর ইজরাইলের অহরহ হানাহানি ও গণহত্যা চলছে এবং শিশু নারীর মৃত্যু ঘটছে। অথচ আমাদের মোদি সরকার নির্বিকার, ইজরায়েল সহ আমেরিকান সাম্রাজ্যবাদের এই নারকীয় আক্রমণের প্রতিবাদে এবং ভারত সরকারের সাম্রাজ্যবাদী ইসরাইলের সমর্থনে আমাদের এই ধিক্কার, যেভাবে গণহত্যার মাধ্যমে নারী ও শিশু মিলে প্রায় চার হাজার মারা গিয়েছে, মোদি সরকার দেখেও কোন রকম উচ্চবাচ্য করছেন না , কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন না, তারই প্রতিবাদে আজ আমরা এই ধিক্কার মিছিল মার্কিন দূতাবাস পর্যন্ত করছি,

অনেক আগে থেকেই পুলিশ মোতায়েন করা ছিল,, যাতে কোনভাবেই মার্কিন দূতাবাসের নিকট এই মিছিল পৌঁছাতে না পারে ,তারা ঠিক নিউমার্কেটের কিছুটা দূরে মিছিল পৌঁছাতেই, ব্যারিকেড দিয়ে আটকে দেন এবং সেখানেই তারা বিক্ষোভ দেখান এবং কুশপুতুল দাহ করেন,,, সাথে সাথে এই গণহত্যা বন্ধ হোক ও মোদি সরকার ব্যবস্থা গ্রহণ করুক। এই দাবি রাখেন।

রিপোর্টার,,,, শম্পা দাস ও সমরেশ রায়,,,, কলকাতা

Share this post

PinIt
scroll to top