Dhaka 2:57 pm, Saturday, 5 July 2025
কয়রা

অব্দা রাস্তা মেরামতে আমিন এন্ড কোং লিমিটেডের ম্যানেজার রাসেলের অতিষ্ঠতার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

 

আমিন এন্ড কোং লিমিটেডে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি খুলনা অধিনস্থ কয়রা উপজেলা অবদা রাস্তা মেরামতের কাজের টেন্ডার পায় ২০২৩ সালে, সেই হইতে তাদের একটি অংশ রাসেল গ্যাং দীর্ঘ দুই বছর যাবত কয়রা উপজেলার শাকবাড়িয়া গ্রাম হইতে শুরু করে দক্ষিণ বেদকাশি পর্যন্ত এলাকার মানুষের জনজীবন কে দূর্বিষহ করে তুলেছে।

 

অবৈধভাবে এলাকার বনজসম্পদ ধ্বংস,জোর পূর্বক মানুষের জমি হইতে মাটি কেটে নেয়, এলাকায় নারীদের সাথে অশিষ্ট আচর করে,এগুলোর প্রতিবাদ করতে গেলে রাসেল কতৃক কিশোর গ্যাং সেই ব্যাক্তির ঘরবাড়ি ভাংচুর করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে ও জীবন ন্যাশের হুমকি দেয়।

 

প্রতিবাদ না থামালে তারা বুলডোজার দিয়ে তার ঘর ধ্বংস করে দেয় এবং একই সাথে এই কিশোর গ্যাং ১২-১৬ জন সদস্য মানুষের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে মারধর করে জখম করে দেয়।নারীদের হেনস্তা করে যার হাজার প্রমান থাকলেও,এটা নিয়ে থানায় অভিযোগ করলেও সুষ্ঠু বিচার পাওয়া যায়না বলে অভিযোগ পাশাপাশি এই ঘটানকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই জন প্রতিনিধির নামে মিথ্যা,ভিত্তিহীন অভিযোগ করে আওয়ামীদোসরযুক্ত প্রতিষ্ঠান আমিন এন্ড কোং।এর প্রতিবাদে এলাকার মানুষ ঐক্য করে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেন।বিক্ষোভে এলাকাবাসী লাইসেন্স বাতিল সহ নানাবিধি অভিযোগ তুলে ধরেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

কয়রা

অব্দা রাস্তা মেরামতে আমিন এন্ড কোং লিমিটেডের ম্যানেজার রাসেলের অতিষ্ঠতার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

প্রকাশঃ 08:51:57 am, Thursday, 6 February 2025

 

আমিন এন্ড কোং লিমিটেডে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি খুলনা অধিনস্থ কয়রা উপজেলা অবদা রাস্তা মেরামতের কাজের টেন্ডার পায় ২০২৩ সালে, সেই হইতে তাদের একটি অংশ রাসেল গ্যাং দীর্ঘ দুই বছর যাবত কয়রা উপজেলার শাকবাড়িয়া গ্রাম হইতে শুরু করে দক্ষিণ বেদকাশি পর্যন্ত এলাকার মানুষের জনজীবন কে দূর্বিষহ করে তুলেছে।

 

অবৈধভাবে এলাকার বনজসম্পদ ধ্বংস,জোর পূর্বক মানুষের জমি হইতে মাটি কেটে নেয়, এলাকায় নারীদের সাথে অশিষ্ট আচর করে,এগুলোর প্রতিবাদ করতে গেলে রাসেল কতৃক কিশোর গ্যাং সেই ব্যাক্তির ঘরবাড়ি ভাংচুর করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে ও জীবন ন্যাশের হুমকি দেয়।

 

প্রতিবাদ না থামালে তারা বুলডোজার দিয়ে তার ঘর ধ্বংস করে দেয় এবং একই সাথে এই কিশোর গ্যাং ১২-১৬ জন সদস্য মানুষের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে মারধর করে জখম করে দেয়।নারীদের হেনস্তা করে যার হাজার প্রমান থাকলেও,এটা নিয়ে থানায় অভিযোগ করলেও সুষ্ঠু বিচার পাওয়া যায়না বলে অভিযোগ পাশাপাশি এই ঘটানকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই জন প্রতিনিধির নামে মিথ্যা,ভিত্তিহীন অভিযোগ করে আওয়ামীদোসরযুক্ত প্রতিষ্ঠান আমিন এন্ড কোং।এর প্রতিবাদে এলাকার মানুষ ঐক্য করে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেন।বিক্ষোভে এলাকাবাসী লাইসেন্স বাতিল সহ নানাবিধি অভিযোগ তুলে ধরেন।