খুলনা হতে আগ্নেয়াস্ত্রসহ ০১ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

.jpg

দেশের তথ্য ডেস্ক।। গত ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং র‌্যাব-৬, সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের জন্য ফুলতলা উপজেলার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ফুলতলা থানাধীন ৪নং ফুলতলা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এর পয়গ্রাম গ্রামস্থ জনৈক মোঃ ফেরদাউস ফরাজী, পিতা- মৃত হাজী আব্দুল আজিজ ফরাজী এর টিনসেড বিল্ডিংয়ের পিছনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উক্তস্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ তোহিদুল ইসলাম (৪৪), সাং- পয়গ্রাম (শেখবাড়ি), থানা- ফুলতলা, জেলা- খুলনাকে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে উক্ত বাসায় এক বছর পূর্বে ভাড়া থাকতো। ভাড়া থাকার সময় হতেই সে মাদক এবং অস্ত্র বিক্রির সাথে জড়িত ছিল। আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরো জানায় যে, উক্ত টিনসেড বিল্ডিং বাসার পিছনে একটি আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য মাটির নীচে পুতে রেখেছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেখানো মতে উক্ত টিনসেড বিল্ডিংয়ের পিছনে মাটির নীচে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ১। ০১ (এক) টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপগান , যার সাথে কক হ্যান্ডেল ও বাট সংযুক্ত উদ্ধার করে। উক্ত আগ্নেয়াস্ত্রটি যার বাটের সাথে সংযুক্ত পাইপের দৈর্ঘ্য ১৯.৩ ইঞ্চি, অগ্রভাগ হইতে বাটের শেষ প্রান্ত পর্যন্ত আড়াআড়ি দৈর্ঘ্য ২১ ইঞ্চি এবং লোহার বাটের সাথে লাল রংয়ের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

Share this post

PinIt
scroll to top