সাইবার প্রতারনায় সাড়ে তেরো লক্ষ্য টাকা ও মোবাইল ফোন ফিরিয়ে দিলো , নাগের বাজার নাগের বাজার থানার পুলিশ

WhatsApp-Image-2024-03-29-at-10.17.33-PM.jpeg

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পার দাস, কলকাতা (প্রতিনিধি)।।আজ ২৯শে মার্চ শুক্রবার, নাগের বাজার থানার পুলিশ, সাইবার প্রতারনায় উদ্ধার হওয়া সাড়ে তেরো লক্ষ্য টাকা ও মোবাইল সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিল,

সাইবার প্রতারনা মামলার অভিযোগের ভিত্তিতে এই টাকা ও মোবাইল উদ্ধার করে নাগের বাজার থানার পুলিশ।

অভিযোগ কাউকে ব্যাংক আধিকারিক বলে, আবার কাউকে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করার নামে এই প্রতারণা চালানো হয়েছিল, এমনকি ভুল টান্জেকশন এর ক্ষেত্রেও টাকা খোয়া গিয়েছিল বলে জানা যায়। এই সমস্ত বিষয়ে অভিযোগের ভিত্তিতে উদ্ধারে নামে নাগেরবাজার থানা সাইবার ক্রাইম, এবং সাড়ে ১৩ লক্ষ টাকা ও মোবাইল উদ্ধার করে,

যারা এই সমস্ত টাকা ও মোবাইল খুইয়ে ছিলেন, আজ অফিসারদের উপস্থিতিতে তাদের হাতে টাকা ও মোবাইল তুলে দেয়া হয়।,

উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডিসি সাউথ অনুপম সিং, এসপি টুটুল বিশ্বাস, এসিপি ট্রাফিক সৌম্য নন্দ সরকার, নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ সহ থানা আধিকারিকরা,

এই দিন সাধারণ মানুষ টাকা ও মোবাইল ফেরত পেয়ে নাগেরবাজার থানার কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জানান, এই টাকা ও মোবাইল কারো হারিয়ে গিয়েছিল, কারো চুরি হয়েছিল, কাউকে প্রতারণা করা হয়েছিল, সেই সকল উদ্ধার হওয়া টাকা ও মোবাইল আজ ফিরিয়ে দিলেন।, টাকা ও মোবাইল ফিরিয়ে দিয়ে নাগেরবাজার থানার অফিসারেরা একটি নজির সৃষ্টি করলেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

Share this post

PinIt
scroll to top