মোঃ মামুন মোল্লা
খুলনা জেলার শিরোমনি এলাকায় সামাজিক সংগঠন” গণ সেবা সংস্থার ” উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পালন করা হয়। শিরোমনি বাসস্ট্যান্ড চত্বরে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে,”জীবনের জন্য সড়ক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, গণ সেবা সংস্থা, শিরোমনি ফুলতলা, খুলনা এর উদ্যোগে দুপুর ২ টায় লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্টিত হয়। এ সময় পরিবহন,চালক,শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরন এবং সড়ক আইন মেনে চলার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাসীন বিশ্বাস, গণ সেবা সংস্থার সভাপতি আকলিমা খাতুন,সহ- সভাপতি মাসুমবিল্লাহ, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম, সহ_ সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: লুৎফর রহমান লিটন,কার্যকারী সদস্য মরিয়ম খাতুন, ফরিদা ইয়াসমিন, মো: বাচ্চু শেখ,সাগর শেখ,মো: মহিবুল্লাহ, হুমায়ুন,শেখ কালাম সহ গণ সেবা সংস্থার সকল সদস্য বৃন্দ।