আজ ১৭ই মার্চ সোমবার, একটি সুন্দর বসন্ত উৎসব পালিত হলো , আবীর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। ১৬ই মার্চ রবিবার ঠিক বিকেল পাঁচটায়, আলমবাজার সংলগ্ন, দেশবন্ধু অ্যাথেলেটিক কমিউনিটি হলে, নৃত্যাঙ্গন ডান্স এন্ড ড্রামা অ্যাকাডেমির পরিচালনায়, এন ডি ডি এ ছন্নছাড়া নাট্য গোষ্ঠীর সহযোগিতায় এবং রুপা ভট্টাচার্য ও সৌগত ভট্টাচার্য উদ্যোগে, বসন্ত উৎসব পালিত হলো বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে ও আবীর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারে বরানগর এন ডি ডি এ ছন্নছাড়া নাট্য গোষ্ঠীর ১৬ তম বসন্ত উৎসব।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একত্রিত ভাবে এই বসন্ত উৎসব অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শুভ সূচনার সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে এবং কপালে আবীর লাগিয়ে হাতে পুষ্পস্তবক দিয়ে সন্মান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরানগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা এবং ডান্স একাডেমির সভাপতি মাননীয়া শ্রীমতি ডালিয়া মুখার্জি, বেঙ্গল ফিল্ম ফটো গ্ৰাফার এর মাননীয় অসীম ঘোষ, ডিরেক্টর সমর রায়, এবং সংগীত শিল্পী লোপামুদ্রা ভট্টাচার্য, সঞ্জিৎ দাস সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠান আয়োজন ছাত্র ছাত্রীদের নৃত্য, নাটক ও কু্ইজ এর মধ্য দিয়ে, এর সাথে সাথে একটি কম্পিটিশন এর ও আয়োজন করেন, এবং প্রত্যেক বিভাগ থেকে বিচারের মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বেছে নেন। এই অনুষ্ঠান চলে রাত্রি ১০টা পর্যন্ত। এই অনুষ্ঠান আলোকিত হয়ে উঠেছিল সকল ছাত্র ছাত্রী ,অভিভাবক এবং এলাকার সকল অনুষ্ঠান প্রেমী মানুষের উপস্থিতিতে।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উদ্যোক্তারা ও উপস্থিত অতিথিরা জানান,সবার সহযোগিতা ও উপস্থিত ছাড়া কোনো দিনও কোনো অনুষ্ঠান সুন্দরময় হয়ে উঠতে পারে না,আর ছেলে মেয়েদের যে কোনো বিষয়ে উৎসাহ দেওয়ার জন্যে বাবা ও মাকে এগিয়ে আসতে হবে, তবেই ছেলে মেয়েরা এগিয়ে চলার পথ দেখতে পাবে, পড়াশোনার ফাঁকে ছেলে মেয়েদের জেটা নিয়ে ইচ্ছা সেটাকে পূরন করার চেষ্টা করতে হবে। যাতে তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারে। সন্মান পাওয়াটাই বড়ো কথা নয়, একদিন ঠিক নিশানায় পৌঁছাবে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা , পশ্চিমবঙ্গ