Dhaka 2:40 am, Monday, 18 August 2025

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন দুই নারী

 

অরবিন্দ কুমার মণ্ডল

খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে মোছাঃ খারুন্নেছা এবং মোছাঃ আছিয়া খাতুন তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছেন। তারা জানান, কামরুল ইসলাম গংরা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে।

১১ আগস্ট সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে খারুন্নেছা ও আছিয়া খাতুন বলেন, কয়রা মৌজার এস.এ ১০২৯/২ খতিয়ানের জমি নিয়ে কামরুল ইসলাম গংদের সঙ্গে তাদের বিরোধ চলছে। তারা বৈধভাবে ১৩ আগস্ট, ২০১৫ তারিখে ১৪৪৯ নং কোবলা দলিল মূলে ১৫৫৩/২৩, ১৫৫৪/২৩ এবং ২৮১৮/২২ নং দলিলে মোট ০.৪১ একর জমি ক্রয় করেন। এরপর তারা সীমানা নির্ধারণ করে বসতঘর নির্মাণ করে এবং গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন। তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট, ২০২৪ তারিখ থেকে কামরুল ইসলাম গংরা তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, জুলুম এবং হয়রানি করে আসছে। এই কাজে তাদের সহযোগীতা করছেন কয়রা ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ মতিয়ার রহমান।

লিখিত অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করেন। গত ২০ জুলাই, ২০২৫ তারিখে শুনানির পর তাদের কাগজপত্র সঠিক প্রমাণিত হয়, কিন্তু কামরুল ইসলাম গংদের কাগজপত্র সঠিক না হওয়ায় তাদের মুচলেকা দিতে হয়। মুচলেকায় বলা হয়, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তারা ০.৪১ একর জমিতে কোনো ধরনের দখলদারি বা হয়রানিমূলক কার্যক্রম চালাতে পারবে না। সংবাদ সম্মেলনে খারুন্নেছা এবং আছিয়া খাতুন প্রশাসনের কাছে আবেদন জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। একই সাথে তারা গত ৯ আগস্ট, ২০২৫ তারিখে কামরুল ইসলাম গংদের করা সংবাদ সম্মেলনের ভিত্তিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন দুই নারী

প্রকাশঃ 04:53:33 am, Tuesday, 12 August 2025

 

অরবিন্দ কুমার মণ্ডল

খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে মোছাঃ খারুন্নেছা এবং মোছাঃ আছিয়া খাতুন তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছেন। তারা জানান, কামরুল ইসলাম গংরা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে।

১১ আগস্ট সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে খারুন্নেছা ও আছিয়া খাতুন বলেন, কয়রা মৌজার এস.এ ১০২৯/২ খতিয়ানের জমি নিয়ে কামরুল ইসলাম গংদের সঙ্গে তাদের বিরোধ চলছে। তারা বৈধভাবে ১৩ আগস্ট, ২০১৫ তারিখে ১৪৪৯ নং কোবলা দলিল মূলে ১৫৫৩/২৩, ১৫৫৪/২৩ এবং ২৮১৮/২২ নং দলিলে মোট ০.৪১ একর জমি ক্রয় করেন। এরপর তারা সীমানা নির্ধারণ করে বসতঘর নির্মাণ করে এবং গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন। তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট, ২০২৪ তারিখ থেকে কামরুল ইসলাম গংরা তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, জুলুম এবং হয়রানি করে আসছে। এই কাজে তাদের সহযোগীতা করছেন কয়রা ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ মতিয়ার রহমান।

লিখিত অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করেন। গত ২০ জুলাই, ২০২৫ তারিখে শুনানির পর তাদের কাগজপত্র সঠিক প্রমাণিত হয়, কিন্তু কামরুল ইসলাম গংদের কাগজপত্র সঠিক না হওয়ায় তাদের মুচলেকা দিতে হয়। মুচলেকায় বলা হয়, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তারা ০.৪১ একর জমিতে কোনো ধরনের দখলদারি বা হয়রানিমূলক কার্যক্রম চালাতে পারবে না। সংবাদ সম্মেলনে খারুন্নেছা এবং আছিয়া খাতুন প্রশাসনের কাছে আবেদন জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। একই সাথে তারা গত ৯ আগস্ট, ২০২৫ তারিখে কামরুল ইসলাম গংদের করা সংবাদ সম্মেলনের ভিত্তিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।