Dhaka 2:40 am, Monday, 18 August 2025

খুলনায় আদালত চত্বর থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনা আদালত চত্বরে দেশীয় অস্ত্রসহ মানিক হাওলাদার (৩২) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ৩টি চাপাতিসহ তাকে আটক করা হয়।

 

পরে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে সেনাবাহিনী।

খুলনা সদর থানা থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর ও আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সদর থানার চিফ মেট্রোপলিটন আদালত খুলনা এর সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখে মাস্ক পড়ে ৪ থেকে ৫টি মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল। এ সময় সেনাবাহিনী টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক হাওলাদার নামের এক যুবককে ৩টি চাপাতি ও ১টি মোটরসাইকেলসহ আটক করেছে। অন্যান্য সন্ত্রাসীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

খুলনায় আদালত চত্বর থেকে অস্ত্রসহ যুবক আটক

প্রকাশঃ 11:37:51 am, Monday, 11 August 2025

খুলনা আদালত চত্বরে দেশীয় অস্ত্রসহ মানিক হাওলাদার (৩২) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ৩টি চাপাতিসহ তাকে আটক করা হয়।

 

পরে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে সেনাবাহিনী।

খুলনা সদর থানা থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর ও আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সদর থানার চিফ মেট্রোপলিটন আদালত খুলনা এর সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখে মাস্ক পড়ে ৪ থেকে ৫টি মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল। এ সময় সেনাবাহিনী টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক হাওলাদার নামের এক যুবককে ৩টি চাপাতি ও ১টি মোটরসাইকেলসহ আটক করেছে। অন্যান্য সন্ত্রাসীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।