দেশের তথ্য ডেস্ক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমানকে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৬ আগস্ট দলবাজ এ চিকিৎসকের বদলি আদেশ দেয়া হয়। এই মোতাবেক আজ মঙ্গলবার ঘুমেক হাসপাতালে তার শেষ কর্ম দিবস। আগামীকাল বুধবার তিনি এ দায়িত্ব থেকে আদেশ হওয়া কর্মস্থলে যোগদান করবেন।
সরেজমিন সোমবার দুপুর একটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় সহকারী পরিচালক ডাক্তার মিজানের কক্ষের সামনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নিজের বদলি ঠেকাতে লোক ভাড়া করে এনে মানববন্ধনের প্রক্রিয়ায় লিপ্ত হয়েছেন তিনি। সরকারের আদেশকে উপেক্ষা করে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্ব পদে বহাল থাকতেই নানামুখী তৎপরতায় লিপ্ত হয়েছেন।
হাসপাতালে উপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান, মঙ্গলবার সকাল থেকেই ডাক্তার মিজানের বদলি আদেশ ঠেকাতে বাইরের থেকে লোক ভাড়া করে আনা হয়েছে। শোনা গেছে তাদেরকে দিয়ে মানববন্ধন করাবেন। এছাড়া জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন যুবককেও তার কক্ষের সামনে দেখা গিয়েছে। তারাও ডাক্তার মিজানের বদলি ঠেকাতে মানববন্ধন করবে বলে শুনেছেন ওই কর্মচারীরা।
তবে এ বিষয়ে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কয়েকজন নেতার সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি জানেন না বলে বলেছেন। তবে কে বা কারা জুলাইযোদ্ধা পরিচয় এ কার্যক্রম করতে যাচ্ছেন তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তারা।