মাহমুদুল হাসান
জন্ম ও মৃত্যু নিবন্ধনে রংপুর বিভাগে ২য় স্থান ও সারাদেশে মধ্যে ৫ম স্থান অর্জন করেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা। আর এই সাফল্যের পিছনে নিরলসভাবে কাজ করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ খাদিজা বেগম । তার সঠিক দিকনির্দেশনা অনন্য নেতৃত্ব ও সমন্বিত কার্যক্রমের ফলাফলে এ অর্জন । তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহজালাল ।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পীরগঞ্জ উপজেলায়
নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২২ দশমিক ৪০ শতাংশ অর্জিত হয়েছে । জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা । আর প্রথম হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা (১৩৫ দশমিক ২২ শতাংশ) ২য় হয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা এবং তৃতীয় হয়েছে চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা ।
স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের ফলে এ অর্জন। নিবন্ধন কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, পুরস্কারভিত্তিক প্রতিযোগিতা, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়। তার ফলস্বরূপ এ অর্জন ।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম বলেন -জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ অর্জন নিঃসন্দেহে আনন্দ ও গর্বের । আমি শুধু টিম লিডার হিসেবে কাজ করেছি । এ সফলতার পিছনে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ ।