Dhaka 10:03 am, Monday, 18 August 2025

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত

 

মোঃ মামুন মোল্লা 

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ” যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালিত হয়েছে। গত ৫ আগস্ট মঙ্গলবার দিবসটি উৎযাপন উপলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালি, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে সিনিয়র শিক্ষকবৃন্দদের নিয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ হতে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। সকাল সোয়া ১১টায় অডিটরিয়ামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকাল সাড়ে ১১টায় অডিটরিয়ামে প্রদর্শিত হয় “জুলাই গণঅভ্যুত্থান দিবস”এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র। এরপর অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় হাজার হাজার ছাত্রজনতার ত্যাগে স্বৈরাচার বিদায় হয়েছে। আজ সেই মহান ০৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। হাজার প্রাণের তাজা রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরশাসনেরমুক্তির দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মোঃ সাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান। শিক্ষার্থীদের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯ ব্যাচের শাহরিয়ার কবীর রাহাত, লেদারইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সুমাইয়া তাসনিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির(আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, প্রশাসনিক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) জালাল মুনসী, কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক।

বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাইগণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত

প্রকাশঃ 01:32:16 pm, Thursday, 7 August 2025

 

মোঃ মামুন মোল্লা 

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ” যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালিত হয়েছে। গত ৫ আগস্ট মঙ্গলবার দিবসটি উৎযাপন উপলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালি, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে সিনিয়র শিক্ষকবৃন্দদের নিয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ হতে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। সকাল সোয়া ১১টায় অডিটরিয়ামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকাল সাড়ে ১১টায় অডিটরিয়ামে প্রদর্শিত হয় “জুলাই গণঅভ্যুত্থান দিবস”এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র। এরপর অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় হাজার হাজার ছাত্রজনতার ত্যাগে স্বৈরাচার বিদায় হয়েছে। আজ সেই মহান ০৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। হাজার প্রাণের তাজা রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরশাসনেরমুক্তির দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মোঃ সাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান। শিক্ষার্থীদের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯ ব্যাচের শাহরিয়ার কবীর রাহাত, লেদারইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সুমাইয়া তাসনিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির(আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, প্রশাসনিক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) জালাল মুনসী, কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক।

বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাইগণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।