গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র হাকিম সিকদারকে ছুরি দিয়ে আঘাত করেছে তার ক্লাসের কয়েক জন সহপাঠী। এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে আহতর মা শিল্পী বেগম। মামলা সুত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকালে স্কুলের ক্লাস কক্ষের বসার জায়গাকে কেন্দ্র করে ক্লাসের সহপাঠী আজিজুল শেখের ছেলে আশিক শেখ, হাছিব শেখ ও মিজানুর রহমান শেখের ছেলে
ইয়ামিন শেখ হাকিম সিকদারকে ছুরি দিয়ে ক্লাস রুমের মধ্যে কুপিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হাকিম সিকদারের মা শিল্পী বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬ পুলিশ ঘটনা স্থলে গিয়ে আশিক শেখকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। অপর আসামি ইয়ামিন শেখ ও হাচিব শেখ পলাতক রয়েছে। এ বিষয়ে ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ জানান, অভিযুক্ত আশিক শেখকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অপর আসমী ইয়ামিন শেখ ও হাচিব শেখকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি বলে জানিয়েছে শিল্পী বেগম।