গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বদলীজনিত বিদায় উপলক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরকে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জ এর হলরুমে এ বিদায় সম্বর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মহাসচিব এস এম সাব্বির, সহ—সভাপতি বুলবুল আলম বুলু ও সেলিম রেজা, যুগ্ম—মহাসচিব আরিফুল হক আরিফ ও আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম (বাদল) ও সিনিয়র সদস্য সিকদার হুমায়ুন কবির সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিক—বান্ধব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে তার জন্য দোয়া ও প্রার্থনা করা হয়।