খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল।
খুলনা গেজেটকে তিনি বলেন, শনিবার (২ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আলামিনের স্ত্রী’র পূর্বের স্বামী মোঃ আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে তার স্ত্রীকে সে কেন বিয়ে করল এই ক্ষোভের কারণে তাকে হত্যা করা হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তথ্য উপাত্ত সংগ্রহের কাজে আছি।