খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উয্যাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। নগরীর শিববাড়ি মোড়ে ফ্যাস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার । এসময় উপস্থিত ছিলেন ,মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক খুলনা । মোঃ রেজাউল হক, পিপিএম ডিআইজি, খুলনা রেঞ্জ। টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা। শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ , আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এই রেলীটি খুলনা নগরীর শিববাড়ি মোড় হতে শুরু করে হাদিস পার্ক পর্যন্ত গিয়ে শেষ হয়।