খুলনা সাংবাদিক ক্লাবের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯জুলাই) খুলনায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারণ সভায় এ আংশিক কমিটি গঠন করা হয়। আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটিতে খুলনায় মাইটিভির ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিককে সভাপতি, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ানকে সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এম জলিলকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
সভায় মাঠ পর্যায়ে পেশাদার সাংবাদিক, ফটো সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ার গুরুত্বারোপ করেন।