মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে জগ প্রতীকে ২১ হাজার ৯৯৪ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের পুত্রবধূ।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার বশির আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে, চৌধুরী ফাহরিয়া আফরিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন মাত্র ৬১০ ভোট।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৭ জন ও নারী ভোটার ২৮ হাজার ৯৪৩ জন। ২৫টি ভোটকেন্দ্রের ১৫৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে পদটি শূন্য হয়।