Dhaka 2:11 am, Tuesday, 19 August 2025

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবি

 

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে জনসাধারণের ভোগান্তি দূর করতে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে মহানগরীর শিববাড়ির মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে খুলনাস্থ মোরেলগঞ্জ – শরণখোলাবাসী।

সাবেক ছাত্রনেতা তানভীর আহমাদের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। এসময় বক্তব্য রাখেন হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, সেচ্ছাসেবী সংগঠন প্রাণডোরের সভাপতি নাসিব আহসান রুমি, সাংবাদিক সাইফুল ইসলাম।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে একাধিক পরিবহন চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। স্থানীয় মালিকদের কোন্দলে দূর-পাল্লার এ পরিবহন বন্ধ হওয়ার কারনে ভোগান্তিতে পড়েছে মোরেলগঞ্জ ও শরণখোলা এ দুই উপজেলার হাজার হাজার মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খুলনায় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছে বিপাকে।

বক্তারা অনতিবিলম্বে সাধারণ মানুষের এ দুর্ভোগ লাঘবের জন্য এ রুটে পর্যাপ্ত বাস চালু করার জোর দাবি জানান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, হাসিবুর রহমান, ইমরান হোসেন, আব্দুল কাইয়ুম, মুজাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, জাকারিয়া হোসেনসহ খুলনায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলার জনসাধারণ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবি

প্রকাশঃ 01:08:08 pm, Monday, 21 July 2025

 

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে জনসাধারণের ভোগান্তি দূর করতে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে মহানগরীর শিববাড়ির মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে খুলনাস্থ মোরেলগঞ্জ – শরণখোলাবাসী।

সাবেক ছাত্রনেতা তানভীর আহমাদের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। এসময় বক্তব্য রাখেন হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, সেচ্ছাসেবী সংগঠন প্রাণডোরের সভাপতি নাসিব আহসান রুমি, সাংবাদিক সাইফুল ইসলাম।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে একাধিক পরিবহন চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। স্থানীয় মালিকদের কোন্দলে দূর-পাল্লার এ পরিবহন বন্ধ হওয়ার কারনে ভোগান্তিতে পড়েছে মোরেলগঞ্জ ও শরণখোলা এ দুই উপজেলার হাজার হাজার মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খুলনায় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছে বিপাকে।

বক্তারা অনতিবিলম্বে সাধারণ মানুষের এ দুর্ভোগ লাঘবের জন্য এ রুটে পর্যাপ্ত বাস চালু করার জোর দাবি জানান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, হাসিবুর রহমান, ইমরান হোসেন, আব্দুল কাইয়ুম, মুজাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, জাকারিয়া হোসেনসহ খুলনায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলার জনসাধারণ।