Dhaka 4:54 am, Tuesday, 19 August 2025

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে কেইউ ইনসাইডার্স এর উদ্যোগে বৃক্ষরোপণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘কেইউ ইনসাইডার্স’-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৯ জুলাই (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এবং ৪র্থ একাডেমিক ভবনের পাশের খালি জায়গায় বিভিন্ন জাতের ফলজ ও ফুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের স্মরণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং ‘কেইউ ইনসাইডার্স’-এর মূল এডমিন আল মামুনসহ এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৃক্ষরোপণের পর শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে কেইউ ইনসাইডার্স এর উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশঃ 01:45:18 pm, Saturday, 19 July 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘কেইউ ইনসাইডার্স’-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৯ জুলাই (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এবং ৪র্থ একাডেমিক ভবনের পাশের খালি জায়গায় বিভিন্ন জাতের ফলজ ও ফুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের স্মরণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং ‘কেইউ ইনসাইডার্স’-এর মূল এডমিন আল মামুনসহ এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৃক্ষরোপণের পর শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।