Dhaka 4:10 am, Tuesday, 19 August 2025

সমাবেশে যাওয়ার পথে দাকোপ উপজেলা জামায়াতের আমির সড়ক দুর্ঘটনায় নিহত

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস যাত্রাবিরতিতে ছিল। এ সময় আবু সাইদ বাস থেকে নেমে থেমে থাকা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন পেছন থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস থেমে থাকা গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দাকোপের চালনা পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে তিনটি বাসে নেতা-কর্মীরা রওনা দেন। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রাবিরতির সময় এ দুর্ঘটনা ঘটে। আবু সাইদের মরদেহ চালনায় আনা হচ্ছে। জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

সমাবেশে যাওয়ার পথে দাকোপ উপজেলা জামায়াতের আমির সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশঃ 06:45:58 am, Saturday, 19 July 2025

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস যাত্রাবিরতিতে ছিল। এ সময় আবু সাইদ বাস থেকে নেমে থেমে থাকা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন পেছন থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস থেমে থাকা গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দাকোপের চালনা পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে তিনটি বাসে নেতা-কর্মীরা রওনা দেন। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রাবিরতির সময় এ দুর্ঘটনা ঘটে। আবু সাইদের মরদেহ চালনায় আনা হচ্ছে। জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।