বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মব তৈরির মাধ্যমে অনৈতিক ফায়দা হাসিলের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা নগরীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও বিশেষ অতিথি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বিক্ষোভ মিছিলটি নগরীর রেলস্টেশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। অশ্লীল স্লোগান দিচ্ছে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না।
বিএনপির শক্তি এদেশের জনতা। তাই বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না।