Dhaka 4:30 am, Tuesday, 19 August 2025

নাহিদ-হাসনাতরা এখন খুলনায়

গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নেতাদের বহনকারী গাড়ি সার্কিট হাউজে আসে।

তবে অপর শীর্ষ নেতারা সে সময় পর্যন্ত সার্কিট হাউজে এসে পারেননি। তারা হোটেল সিটি ইন এ নেমেছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী।

এ সময় গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙা দেখা গেছে।

রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় নেতারা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে দলটির নেতারা।

এনসিপির এক নেতা বলেন, আমরা আজ রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে একটি ব্রিফিং করেব। সেখানে আমরা আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এর আগে বিকেল ৫টার দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া এনসিপির নেতারা আইনশৃঙ্খলা বাহিনী কড়া প্রহরা ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন হাসনাত-সারজিসরা

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানান, বিকেল ৫টার পর তারা গোপালগঞ্জ ত্যাগ করেন। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।

বুধবার গোপালগঞ্জে একটি সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ হামলায় অংশ নেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়ে। হামলার সময় পুলিশ ও সেনাবাহিনীর যানবাহনেও হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ ঘটনায় জেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

নাহিদ-হাসনাতরা এখন খুলনায়

প্রকাশঃ 03:32:43 pm, Wednesday, 16 July 2025

গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নেতাদের বহনকারী গাড়ি সার্কিট হাউজে আসে।

তবে অপর শীর্ষ নেতারা সে সময় পর্যন্ত সার্কিট হাউজে এসে পারেননি। তারা হোটেল সিটি ইন এ নেমেছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী।

এ সময় গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙা দেখা গেছে।

রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় নেতারা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে দলটির নেতারা।

এনসিপির এক নেতা বলেন, আমরা আজ রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে একটি ব্রিফিং করেব। সেখানে আমরা আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এর আগে বিকেল ৫টার দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া এনসিপির নেতারা আইনশৃঙ্খলা বাহিনী কড়া প্রহরা ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন হাসনাত-সারজিসরা

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানান, বিকেল ৫টার পর তারা গোপালগঞ্জ ত্যাগ করেন। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।

বুধবার গোপালগঞ্জে একটি সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ হামলায় অংশ নেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়ে। হামলার সময় পুলিশ ও সেনাবাহিনীর যানবাহনেও হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ ঘটনায় জেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।