সাতক্ষীরার উন্নয়নে এককভাবে কাজ করে যাচ্ছেন এজাজ আহমেদ স্বপন
শেখ ফারুক সাতক্ষীরা প্রতিনিধি: অবহেলিত সাতক্ষীরা সুন্দরভাবে সাজানো ও বেকারত্বদের কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সাবেক ৯০ দশকের সাবেক ছাত্রনেতা বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।২০০০ সালের বন্যায় যখন না খেয়ে মরতে বসেছিল সাতক্ষীরার মানুষ তখনই নিজ উদ্যোগে সেঞ্চুরি একাডেমী নাম দিয়ে একটা টিম গঠন করে রুটি ও গুড়ের ব্যবস্থা করেছিল তিনি। কোথাও কোথাও ঘর বাড়ি বানানোর জন্য টিনের ব্যবস্থা করেছিল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমফান, ফনি,আইলার মত বড় বড় ঘূর্ণিঝড়ে না খাওয়া মানুষের খাওয়ার ব্যবস্থা তিনি নিজে উদ্যোগেই করেছিলেন। মহামারী করনায় একটানা কয়েক মাস ধরে বিনামূল্যে তাজা শাক-সবজি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণ করেছেন। সাতক্ষীরা সদরে বিভিন্ন মসজিদে বিনা মূল্যে মুসল্লিদের জন্য খাবার পানির ব্যবস্থাও করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন প্রতিবন্ধী স্কুল প্রাইমারি স্কুল এর বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য ও আনন্দ পাওয়ার জন্য খাতা বই পেন্সিল বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দেশ হবে সবুজে সমাহার তারি ধারাবাহিকতায় লক্ষ লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা নিজে উদ্যোগে বিনামূল্যে বিতরণ ও রোপন করেছেন। এখনো বসে নেই তিনি সুযোগ পেলে কাজ করার উদ্দেশ্যে দৌড়িয়ে বেড়ান তিনি কালীগঞ্জ নৌবন্দর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে উদ্বোধন করিয়েছেন তিনি।ভোমরা বন্দর ও সাতক্ষীরাতে একটা কর্মসংস্থানের জন্য ছুটে চলেছেন তিনি।মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা -০২ জনাব আশরাফুজ্জামান (আশুর) ডি ও লেটার হাতে পেয়েছেন” সাতক্ষীরা উন্নয়ন কর্তৃপক্ষ ” গঠনের জন্য। সাতক্ষীরার উর্বর ভূমির উন্নয়নে এজাজ আহমেদ স্বপনের সম্মিলিত ছোট ছোট চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আমাদের জানান।