Dhaka 9:17 pm, Sunday, 17 August 2025

কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ

 

এক্সিট পারমিট ছাড়া কুয়েতের বাইরে প্রবাসীদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এছাড়াও অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না তারা। নতুন এ আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বুধবার (১১ জুন) এক অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী মাসের শুরুতে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মটি শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করার জন্য জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে প্রবাসী কর্মীদের বিদেশ ভ্রমণের আগে শিগগিরই তাদের নিবন্ধিত কোম্পানি অথবা নিয়োগকর্তাদের কাছ থেকে একটি অফিসিয়াল এক্সিট পারমিট নিয়ে দেশে যেতে হবে। আর এটি আল সাহেল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

কুয়েত উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি মন্ত্রী পর্যায়ের সার্কুলার জারি করেছেন। এই আদেশে সমস্ত প্রবাসী কর্মীদের দেশ ত্যাগের আগে এক্সিট পারমিট নিতে বাধ্য করা হয়েছে।

কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ নিয়মে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং পরিবহনের ধরন অন্তর্ভুক্ত করার জন্য এক্সিট পারমিট প্রয়োজন হবে। প্রক্রিয়াটি দ্রুততর করতে এবং সঠিকতা নিশ্চিত করতে, সম্পূর্ণ অনুমতিটি একটি স্বীকৃত প্ল্যাটফর্ম ব্যবহার করে ইলেকট্রনিকভাবে জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন পদ্ধতির উদ্দেশ্য হলো- প্রস্থানগুলো আইনত সম্পন্ন করা, বিভিন্ন সমস্যায় জড়িত সব পক্ষকে সুরক্ষিত করা এবং পর্যাপ্ত সতর্কতা ছাড়াই চলে যাওয়া লোকের সংখ্যা সীমিত করা। নিয়োগকর্তা এবং প্রবাসীকর্মী উভয়কেই এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ

প্রকাশঃ 02:52:53 pm, Wednesday, 11 June 2025

 

এক্সিট পারমিট ছাড়া কুয়েতের বাইরে প্রবাসীদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এছাড়াও অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না তারা। নতুন এ আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বুধবার (১১ জুন) এক অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী মাসের শুরুতে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মটি শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করার জন্য জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে প্রবাসী কর্মীদের বিদেশ ভ্রমণের আগে শিগগিরই তাদের নিবন্ধিত কোম্পানি অথবা নিয়োগকর্তাদের কাছ থেকে একটি অফিসিয়াল এক্সিট পারমিট নিয়ে দেশে যেতে হবে। আর এটি আল সাহেল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

কুয়েত উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি মন্ত্রী পর্যায়ের সার্কুলার জারি করেছেন। এই আদেশে সমস্ত প্রবাসী কর্মীদের দেশ ত্যাগের আগে এক্সিট পারমিট নিতে বাধ্য করা হয়েছে।

কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ নিয়মে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং পরিবহনের ধরন অন্তর্ভুক্ত করার জন্য এক্সিট পারমিট প্রয়োজন হবে। প্রক্রিয়াটি দ্রুততর করতে এবং সঠিকতা নিশ্চিত করতে, সম্পূর্ণ অনুমতিটি একটি স্বীকৃত প্ল্যাটফর্ম ব্যবহার করে ইলেকট্রনিকভাবে জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন পদ্ধতির উদ্দেশ্য হলো- প্রস্থানগুলো আইনত সম্পন্ন করা, বিভিন্ন সমস্যায় জড়িত সব পক্ষকে সুরক্ষিত করা এবং পর্যাপ্ত সতর্কতা ছাড়াই চলে যাওয়া লোকের সংখ্যা সীমিত করা। নিয়োগকর্তা এবং প্রবাসীকর্মী উভয়কেই এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।