বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সহকারি কমিশনার (ভূমি) শরীফ শাওন’র বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ০১- মার্চ রবিবার বিকেলে নির্বাহী অফিসার’র নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) মোঃ নুরুল হাই আনাথ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান অফিস সহকারি মোঃ আজিজ, কাননগুয়ো মোঃ মাহতাব, সার্ভেয়ার মোঃ ইব্রাহীম, নাজির মোঃ শরিফুল, প্রসেনজিৎ দাস, জলমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ কামরুজ্জামান, বালিয়াডাঙ্গার ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ বাশার, সুরখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ জাকির, জলমা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী নায়েব সেলিনা ইয়াসমিন প্রমুখ ।
এসময় বিদায়ী অতিথি শরীফ শাওন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয় । উল্লেখ্য সদ্য বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) শরীফ শাওন একজন জনবান্ধব মানবিক মানুষ । তিনি বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকে সহজ শর্তে ভূমি সেবা গ্ৰহীতারাদের ১৪৩ ধারায় নামপত্তন কেস,১১৭ ধারা কেস,১২৩ ধারা কেস,১৫০ ধারা কেস সহ যাবতীয় ভূমি সেবা প্রদান করে বটিয়াঘাটায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি মানবিক মানুষ হিসেবে ভূমি সেবা গ্ৰহীতাদের ধৈর্য সহকারে নানা পরামর্শ প্রদান করে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিল সমস্যা সমাধান করার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব আদায় করে খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছেন । সব মিলিয়ে বটিয়াঘাটার এযাবৎ কালের মধ্যে যে সকল সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা ভূমি সেবা প্রদান করেছেন শরীফ শাওন সকলের মধ্যে শ্রেষ্ঠ বলে আমি মনে করি । বটিয়াঘাটাবাসী শরীফ শাওন’র সার্বিক মঙ্গল কামনা করেছেন ।