মোঃ মামুন মোল্লা
খুলনা রেঞ্জ পুলিশ ফুটবল প্রতিযোগিতা (২০২৫ ) এর শুভ উদ্বোধন খুলনা আর,আর,এফ,এর তত্ত্বাবধানে ২১ মে বেলা ৫ টায় আর,আর,এফ, পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্ধোক ও প্রধান অতিথি ছিলেন খুলনা আরআরএফ কমান্ড্যান্ট নওরোজ হাসান তালুকদার (অ্যাডিশনাল ডিআইজি)। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি করেন খুলনা আর,আর,এফ, ডেপুটি কমান্ড্যান্ট ফয়েজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম, আর আই মোহাম্মদ আবুল বাশার সহ সকল কর্মকর্তা কনস্টেবল ও খেলোয়াড় বৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন খুলনা জেলা দল ও ঝিনাইদহ দল। প্রধান অতিথির বক্তব্যে নওরোজ হাসান তালুকদার বলেন ফুটবল একটি আনন্দময় ও জনপ্রিয় খেলা। শরীর চর্চা ও শারীরিক বিষয়ক বিকাশে ফুটবল খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।