Dhaka 8:35 am, Sunday, 17 August 2025

আজ সারা দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

 

আজ একুশে ফেব্রুয়ারী শুক্রবার, সকাল থেকেই শুরু হয়েছে সারাদেশে আন্তর্জাতিক মাতৃ দিবস পালন, যাহারা এই দিনটিতে শহীদ হয়েছিলেন,আজ সেই অমর একুশে ফেব্রুয়ারী,সারা দেশ তাদের স্মরণ করলেন।

 

তেমনি আজ সকাল ১১ টায়, বিড়লা প্লানেটোনিয়াম এর বিপরীতে, যেখানে শহীদদের বেদী তৈরি হয়েছিল, সেই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ও পুস্পার্ঘ্য দিলেন।

 

উপস্থিত ছিলেন মহানগরীক কলকাতা ও মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন পৌর বিষয়ক দপ্তর শ্রী ফিরহাদ হাকিম, শ্রীমতী মালা রায়, চেয়ারপারসন কলকাতা পৌর সংস্থা ও মাননীয় সাংসদ, শ্রী দেবাশীষ কুমার মেয়র পরিষদ কলকাতা পৌর সংস্থা ও উপ সরকরী মুখ্য সচেতক। শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য(চ্যাটার্জী)‌ চেয়ারপারসন বরো৭ কলকাতা পৌর সংস্থা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ। সকলে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

আজ এই উপলক্ষে একদিকে যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্যদিকে, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শোভাযাত্রা ও কবিতা নাটক গানের আয়োজন ও করেন।। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে তারা একটা কথাই বলেন আমরা কোনদিন শহীদদের ভুলি না ভুলবো না। বীর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরদিন থাকবে,

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমরা কী ভুলিতে পারি।

 

আমরা তাই বাংলার গান গাই।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

আজ সারা দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রকাশঃ 05:01:18 pm, Friday, 21 February 2025

 

আজ একুশে ফেব্রুয়ারী শুক্রবার, সকাল থেকেই শুরু হয়েছে সারাদেশে আন্তর্জাতিক মাতৃ দিবস পালন, যাহারা এই দিনটিতে শহীদ হয়েছিলেন,আজ সেই অমর একুশে ফেব্রুয়ারী,সারা দেশ তাদের স্মরণ করলেন।

 

তেমনি আজ সকাল ১১ টায়, বিড়লা প্লানেটোনিয়াম এর বিপরীতে, যেখানে শহীদদের বেদী তৈরি হয়েছিল, সেই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ও পুস্পার্ঘ্য দিলেন।

 

উপস্থিত ছিলেন মহানগরীক কলকাতা ও মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন পৌর বিষয়ক দপ্তর শ্রী ফিরহাদ হাকিম, শ্রীমতী মালা রায়, চেয়ারপারসন কলকাতা পৌর সংস্থা ও মাননীয় সাংসদ, শ্রী দেবাশীষ কুমার মেয়র পরিষদ কলকাতা পৌর সংস্থা ও উপ সরকরী মুখ্য সচেতক। শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য(চ্যাটার্জী)‌ চেয়ারপারসন বরো৭ কলকাতা পৌর সংস্থা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ। সকলে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

আজ এই উপলক্ষে একদিকে যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্যদিকে, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শোভাযাত্রা ও কবিতা নাটক গানের আয়োজন ও করেন।। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে তারা একটা কথাই বলেন আমরা কোনদিন শহীদদের ভুলি না ভুলবো না। বীর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরদিন থাকবে,

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমরা কী ভুলিতে পারি।

 

আমরা তাই বাংলার গান গাই।