Dhaka 9:15 pm, Sunday, 17 August 2025

এবার রাশিয়ার হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম বিধ্বস্ত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় ধ্বংস হয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কুসাম’-এর একটি গুদাম। রোববার (১৩ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস এই হামলাকে ‘ইচ্ছাকৃত’ বলে অভিযোগ করেছে। দূতাবাস এক বিবৃতিতে জানায়, “রাশিয়া আজ কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও এই আক্রমণ প্রমাণ করে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে।”

তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন দাবি করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে। রাশিয়ার মতে, এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন।

উল্লেখযোগ্যভাবে, ভারত শুরু থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং উভয় পক্ষকে শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছে। তবে এই হামলার পর ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়া ও পরবর্তী অবস্থান কী হবে, সেটিই এখন নজরে রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

এবার রাশিয়ার হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম বিধ্বস্ত

প্রকাশঃ 05:07:59 am, Sunday, 13 April 2025

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় ধ্বংস হয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কুসাম’-এর একটি গুদাম। রোববার (১৩ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস এই হামলাকে ‘ইচ্ছাকৃত’ বলে অভিযোগ করেছে। দূতাবাস এক বিবৃতিতে জানায়, “রাশিয়া আজ কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও এই আক্রমণ প্রমাণ করে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে।”

তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন দাবি করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে। রাশিয়ার মতে, এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন।

উল্লেখযোগ্যভাবে, ভারত শুরু থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং উভয় পক্ষকে শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছে। তবে এই হামলার পর ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়া ও পরবর্তী অবস্থান কী হবে, সেটিই এখন নজরে রয়েছে।