Dhaka 9:21 pm, Sunday, 17 August 2025

বিধ্বস্ত হওয়ার আগে খুব নিচু থেকেই উড়ছিল বিমানটি, প্রাণ গেল যত জনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১১ এপ্রিল) সকালে বোকা রাটন বিমানবন্দরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বোকা রাটন ফায়ার রেসকিউয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ মাইকেল লাসালে এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার সময় মাটিতে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন।

এনবিসি নিউজের এক সূত্র জানায়, বিমানটির পাইলট দুর্ঘটনার কিছুক্ষণ আগে রডার সমস্যার কথা জানিয়ে যোগাযোগ করেছিলেন। সেসনা ৩১০ মডেলের এই বিমানটি বোকা রাটন বিমানবন্দর থেকে রওনা দিয়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

ফ্রেশম্যান ফ্লাইট স্কুলের ছাত্র জ্যারেড স্কারপাটো জানান, তিনি তার প্রশিক্ষকের সঙ্গে বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং দেখেন বিমানটি “অত্যন্ত দ্রুত ও নিচু” গতিতে উড়ছিল।

এনবিসি সাউথ ফ্লোরিডা জানায়, বিমানটি কিছুক্ষণ বাতাসে চক্কর দেয়ার পর বোকা রাটনের বিমানবন্দরের দিকে ফিরে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নিচু দিয়ে উড়তে দেখা যায় এবং তারপরই ভবন কেঁপে ওঠে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে যায়। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। বোকা র‍্যাটন বিমানবন্দরটি বিধ্বস্ত হওয়ার পর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

বিধ্বস্ত হওয়ার আগে খুব নিচু থেকেই উড়ছিল বিমানটি, প্রাণ গেল যত জনের

প্রকাশঃ 06:14:27 am, Saturday, 12 April 2025

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১১ এপ্রিল) সকালে বোকা রাটন বিমানবন্দরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বোকা রাটন ফায়ার রেসকিউয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ মাইকেল লাসালে এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার সময় মাটিতে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন।

এনবিসি নিউজের এক সূত্র জানায়, বিমানটির পাইলট দুর্ঘটনার কিছুক্ষণ আগে রডার সমস্যার কথা জানিয়ে যোগাযোগ করেছিলেন। সেসনা ৩১০ মডেলের এই বিমানটি বোকা রাটন বিমানবন্দর থেকে রওনা দিয়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

ফ্রেশম্যান ফ্লাইট স্কুলের ছাত্র জ্যারেড স্কারপাটো জানান, তিনি তার প্রশিক্ষকের সঙ্গে বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং দেখেন বিমানটি “অত্যন্ত দ্রুত ও নিচু” গতিতে উড়ছিল।

এনবিসি সাউথ ফ্লোরিডা জানায়, বিমানটি কিছুক্ষণ বাতাসে চক্কর দেয়ার পর বোকা রাটনের বিমানবন্দরের দিকে ফিরে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নিচু দিয়ে উড়তে দেখা যায় এবং তারপরই ভবন কেঁপে ওঠে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে যায়। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। বোকা র‍্যাটন বিমানবন্দরটি বিধ্বস্ত হওয়ার পর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়।