নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেল ২০৬ লংরেঞ্জার মডেলের হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি থেকে উড্ডয়নের পর প্রায় ১৫ মিনিট ধরে ম্যানহাটনের আকাশে ওড়ার পর হঠাৎ করে হাডসন নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন।
দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত কেউ বেঁচে ফেরেননি।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, হেলিকপ্টারটি সম্ভবত ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে আখ্যায়িত করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।