Dhaka 9:42 pm, Monday, 18 August 2025

অবশেষে ভারত থেকে আ’লীগ নেতাদের ফেরাতে বিশেষ চুক্তি

ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও সংঘাতের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ভারতে পলাতক অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি হয়েছে। সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এখনও বিভিন্ন থানায় বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান রয়েছে। এসব অস্ত্র উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

অবশেষে ভারত থেকে আ’লীগ নেতাদের ফেরাতে বিশেষ চুক্তি

প্রকাশঃ 10:20:36 am, Thursday, 10 April 2025

ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও সংঘাতের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ভারতে পলাতক অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি হয়েছে। সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এখনও বিভিন্ন থানায় বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান রয়েছে। এসব অস্ত্র উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।