ভারতের বিহার রাজ্যের গ’য়ায় ভয়াবহ এক হ”ত্যা’কা’ণ্ডে প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝির নাতনি সুষমা দেবী। বুধবার (৯ এপ্রিল) দুপুরে গয়ার তেতুয়া গ্রামে নিজ বাড়িতে স্বামীর গুলিতে নিহত হন তিনি। এ ঘটনার সময় তার সন্তান ও বোন পুনম বাড়িতেই ছিলেন।
পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে সুষমাকে’ গু’লি করেন তার স্বামী রমেশ। ঘটনার পরই তিনি পালিয়ে যান। সুষমা ছিলেন আটারি ব্লকে ‘বিকাশ মিত্র’ হিসেবে কর্মরত, আর রমেশ পাটনায় ট্রাকচালক হিসেবে কাজ করতেন।
সুষমার বোন পুনম জানান, ১৪ বছর আগে সুষমা ও রমেশের মধ্যে আন্তঃবর্ণ বিবাহ হয়েছিল। বুধবার দুপুর ১২টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রমেশ পিস্তল বের করে সুষমাকে লক্ষ্য করে গুলি চালান। ‘গু”লি’র শব্দ শুনে সন্তানরা ও পুনম দৌড়ে এসে দেখেন, সুষমা ‘র”ক্তা”ক্ত’ অবস্থায় মেঝেতে পড়ে আছেন।
‘
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও সুষমাকে বাঁচানো যায়নি। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষমার বোন পুনম বলেন, ‘আমার বোনকে নির্মমভাবে ‘হ’ত্যা’ করেছে রমেশ। আমরা তার মৃ’ত্যু’দণ্ড’ চাই।’
গয়ার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আনন্দ কুমার জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। ফরেনসিক দল এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ও গয়ার লোকসভা সংসদ সদস্য জিতন রাম মাঁঝি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি।
পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।