Dhaka 12:26 am, Tuesday, 19 August 2025

এবার বাংলাদেশের নাম পরিবর্তন চেয়ে প্রস্তাব দলটির, দিলো ব্যাখ্যা

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ রাখার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, রাষ্ট্রের নামে যেন জনগণের কল্যাণের দর্শন প্রতিফলিত হয়, সে জন্য এ নামটি প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে ইসলামী আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে তাদের প্রস্তাবনা জমা দেন। প্রস্তাবনা গ্রহণ করেন নির্বাচন কমিশনের প্রধান আলী রিয়াজ।

লিখিত প্রস্তাবনায় দলটি জানায়, “রাষ্ট্রের নামের মধ্যে জনগণের কল্যাণ নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। তাই ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি।”

দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, “শুদ্ধাচার, জবাবদিহিতা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ মোট চারটি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া দুর্নীতি ও দুঃশাসন রোধে শরিয়া আইন প্রণয়নের কথাও বলা হয়েছে। এই বিষয়ে বিএনপি একমত, এমনটিও দাবি করেন তিনি।”

প্রতিনিধি দলে আরও ছিলেন—যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

এবার বাংলাদেশের নাম পরিবর্তন চেয়ে প্রস্তাব দলটির, দিলো ব্যাখ্যা

প্রকাশঃ 09:18:23 am, Thursday, 10 April 2025

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ রাখার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, রাষ্ট্রের নামে যেন জনগণের কল্যাণের দর্শন প্রতিফলিত হয়, সে জন্য এ নামটি প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে ইসলামী আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে তাদের প্রস্তাবনা জমা দেন। প্রস্তাবনা গ্রহণ করেন নির্বাচন কমিশনের প্রধান আলী রিয়াজ।

লিখিত প্রস্তাবনায় দলটি জানায়, “রাষ্ট্রের নামের মধ্যে জনগণের কল্যাণ নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। তাই ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি।”

দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, “শুদ্ধাচার, জবাবদিহিতা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ মোট চারটি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া দুর্নীতি ও দুঃশাসন রোধে শরিয়া আইন প্রণয়নের কথাও বলা হয়েছে। এই বিষয়ে বিএনপি একমত, এমনটিও দাবি করেন তিনি।”

প্রতিনিধি দলে আরও ছিলেন—যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।