Dhaka 9:21 pm, Sunday, 17 August 2025

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না, এটা ডিএনএতে আছে: জয়শঙ্কর

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজিত নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এর দ্বিতীয় দিনে ভাষণকালে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়শঙ্কর বলেন, “ভারত বাংলাদেশের মঙ্গল চায়। এটি আমাদের ডিএনএতে আছে। ভারতের চেয়ে আর কেউ বাংলাদেশের এত ভালো চায় না। আমরা একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আশা করি বাংলাদেশ সঠিক পথে চলবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক কয়েক দশকের পুরোনো এবং জনমুখী। এটি জনগণের সঙ্গে জনগণের সংযোগ, যা আমাদের সম্পর্ককে অনন্য করেছে।”

ড. মুহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, “ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই বৈঠকে প্রধান বার্তাটি ছিল, এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে জনগণের মধ্যে সংযোগ। যা অন্য যেকোনো সম্পর্কের চেয়ে গভীর।”

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশের সমাজ থেকে যেসব বার্তা উঠে আসছে, সেগুলো নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। মৌলবাদী প্রবণতা ও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়গুলোও আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা এসব বিষয়ে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছি।”

জয়শঙ্কর আশা প্রকাশ করেন, বাংলাদেশে অচিরেই একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না, এটা ডিএনএতে আছে: জয়শঙ্কর

প্রকাশঃ 07:00:47 am, Thursday, 10 April 2025

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজিত নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এর দ্বিতীয় দিনে ভাষণকালে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়শঙ্কর বলেন, “ভারত বাংলাদেশের মঙ্গল চায়। এটি আমাদের ডিএনএতে আছে। ভারতের চেয়ে আর কেউ বাংলাদেশের এত ভালো চায় না। আমরা একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আশা করি বাংলাদেশ সঠিক পথে চলবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক কয়েক দশকের পুরোনো এবং জনমুখী। এটি জনগণের সঙ্গে জনগণের সংযোগ, যা আমাদের সম্পর্ককে অনন্য করেছে।”

ড. মুহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, “ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই বৈঠকে প্রধান বার্তাটি ছিল, এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে জনগণের মধ্যে সংযোগ। যা অন্য যেকোনো সম্পর্কের চেয়ে গভীর।”

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশের সমাজ থেকে যেসব বার্তা উঠে আসছে, সেগুলো নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। মৌলবাদী প্রবণতা ও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়গুলোও আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা এসব বিষয়ে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছি।”

জয়শঙ্কর আশা প্রকাশ করেন, বাংলাদেশে অচিরেই একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।