Dhaka 2:50 am, Monday, 18 August 2025

একই দিনে মৃত্যু হলো সেই প্রাবসী বাবা ও মেয়ের, আর হবে না দেশে ফেরা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি এবং তার আট বছর বয়সী কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে রোববার রাত সোয়া ১০টার দিকে বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে। স্থানীয় পুলিশ বিভাগের মুখপাত্র জেফরি লেবরন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শরফু উদ্দিন (৩৬) বাংলাদেশের ফেনীর ফরহাদ নগরের বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তার ৮ বছর বয়সী মেয়ে রামিসা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শরফুর ২৬ বছর বয়সী স্ত্রী। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন।

পরিবারটি নিউ জার্সির এলিজাবেথ সিটি থেকে পেনসিলভানিয়ার ডেলাওয়ার স্টেটের উদ্দেশে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, শরফু উদ্দিন ‘হিউনদাই টুসন’ মডেলের গাড়ি চালাচ্ছিলেন এবং তার স্ত্রী ও মেয়ে প্যাসেঞ্জার আসনে ছিলেন। একই পথ ধরে চলা একটি হিউনদাই সান্তা ফে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড বেগে রাস্তার পাশের গার্ডরেইলে ধাক্কা খেয়ে ফের মহাসড়কে উঠে আসে এবং শরফুর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই সড়ক থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

সান্তা ফে গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী এক তরুণী, যিনি ফ্লোরিডার বাসিন্দা। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, ফেনী থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শরফু উদ্দিন। নিউ জার্সিতে বসবাস শুরু করার পর একটি ফাস্টফুড রেস্তোরাঁয় ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।

বুধবার নিউ জার্সিতেই বাবার পাশে মেয়েকেও দাফন করা হয়। তাদের জানাজায় অংশ নেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি, যারা এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

একই দিনে মৃত্যু হলো সেই প্রাবসী বাবা ও মেয়ের, আর হবে না দেশে ফেরা

প্রকাশঃ 06:51:27 am, Thursday, 10 April 2025

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি এবং তার আট বছর বয়সী কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে রোববার রাত সোয়া ১০টার দিকে বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে। স্থানীয় পুলিশ বিভাগের মুখপাত্র জেফরি লেবরন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শরফু উদ্দিন (৩৬) বাংলাদেশের ফেনীর ফরহাদ নগরের বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তার ৮ বছর বয়সী মেয়ে রামিসা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শরফুর ২৬ বছর বয়সী স্ত্রী। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন।

পরিবারটি নিউ জার্সির এলিজাবেথ সিটি থেকে পেনসিলভানিয়ার ডেলাওয়ার স্টেটের উদ্দেশে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, শরফু উদ্দিন ‘হিউনদাই টুসন’ মডেলের গাড়ি চালাচ্ছিলেন এবং তার স্ত্রী ও মেয়ে প্যাসেঞ্জার আসনে ছিলেন। একই পথ ধরে চলা একটি হিউনদাই সান্তা ফে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড বেগে রাস্তার পাশের গার্ডরেইলে ধাক্কা খেয়ে ফের মহাসড়কে উঠে আসে এবং শরফুর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই সড়ক থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

সান্তা ফে গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী এক তরুণী, যিনি ফ্লোরিডার বাসিন্দা। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, ফেনী থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শরফু উদ্দিন। নিউ জার্সিতে বসবাস শুরু করার পর একটি ফাস্টফুড রেস্তোরাঁয় ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।

বুধবার নিউ জার্সিতেই বাবার পাশে মেয়েকেও দাফন করা হয়। তাদের জানাজায় অংশ নেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি, যারা এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।