Dhaka 9:21 pm, Sunday, 17 August 2025

অবশেষে আমেরিকা থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর আরোপিত পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে আরও সময় দিতে অনুরোধ জানান, যাতে বাংলাদেশ আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে পারে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, চীন বাদে বাকি সব দেশের ওপর আরোপিত পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের কিছুক্ষণ পর ফেসবুক পোস্টে ড. ইউনূস লেখেন, “ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। আমরা আপনার বাণিজ্যনীতির প্রতি সমর্থন জানিয়ে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ প্রসঙ্গে বলেন, “আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম—পালটা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।” তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং সৎভাবে আলোচনায় আগ্রহী।

অন্যদিকে চীনের প্রতি ট্রাম্পের অবস্থান কঠোর। পালটা শুল্ক আরোপের জেরে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক উদ্যোগ ভবিষ্যতের বাণিজ্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

অবশেষে আমেরিকা থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

প্রকাশঃ 05:34:31 am, Thursday, 10 April 2025

যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর আরোপিত পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে আরও সময় দিতে অনুরোধ জানান, যাতে বাংলাদেশ আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে পারে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, চীন বাদে বাকি সব দেশের ওপর আরোপিত পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের কিছুক্ষণ পর ফেসবুক পোস্টে ড. ইউনূস লেখেন, “ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। আমরা আপনার বাণিজ্যনীতির প্রতি সমর্থন জানিয়ে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ প্রসঙ্গে বলেন, “আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম—পালটা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।” তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং সৎভাবে আলোচনায় আগ্রহী।

অন্যদিকে চীনের প্রতি ট্রাম্পের অবস্থান কঠোর। পালটা শুল্ক আরোপের জেরে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক উদ্যোগ ভবিষ্যতের বাণিজ্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য।