বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রথমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন এবং কিছু সময় আবেগ চেপে রাখতে না পেরে থেমে যান। এরপর ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের স্মৃতি তুলে ধরার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে। বাংলাদেশে ব্যবসা করার অসাধারণ সুযোগ রয়েছে। এই সুযোগ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য।”
তিনি আরও উল্লেখ করেন, “এক সময় একটি ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্রঋণ কর্মসূচি আজ আমেরিকার অন্যতম বৃহৎ ব্যবসায় রূপ নিয়েছে। সবাই মিলে কাজ করে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করাটা এক স্বর্গীয় অনুভূতি।”
দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ফ্রেমওয়ার্ক তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সামাজিক ব্যবসার জন্য বাংলাদেশই আদর্শ স্থান। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী। আমাদের কার্বন নির্গমনহীন একটি নতুন সভ্যতার দিকে অগ্রসর হতে হবে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণ প্রজন্মই পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। এখন থেকেই সেই নতুন বিশ্ব গড়ার উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা মানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং বিশ্বব্যাপী সামাজিক পরিবর্তনের অংশ হওয়া।”
অনুষ্ঠানে সকালে যোগ দেন ড. ইউনূস এবং বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করেন তিনি।