Dhaka 9:16 pm, Sunday, 17 August 2025

প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে সাবেক এমপির মিছিল, তুমুল সমালোচর ঝড়

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রামনবমী শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনায় সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম।

গত রবিবার আয়োজিত ওই শোভাযাত্রা ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্জুন সিং এক হাতে গেরুয়া পতাকা এবং অন্য হাতে ভারতের জাতীয় পতাকার পাশাপাশি ইসরায়েলের পতাকা বহন করছেন। শোভাযাত্রায় আরও বেশ কয়েকটি ইসরায়েলি পতাকা প্রদর্শিত হয় বলে অভিযোগ।

সোমনাথ শ্যাম তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, “ধর্মীয় শোভাযাত্রার সুযোগ নিয়ে ইসরায়েলের পতাকা প্রদর্শন করে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের ধর্মীয় সৌহার্দ্য ও সংস্কৃতিকে আঘাত করার চক্রান্ত করেছেন।” তিনি এই ঘটনাকে “সাজানো ষড়যন্ত্র” বলে অভিহিত করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমনাথ শ্যাম প্রশ্ন তোলেন, “শোভাযাত্রায় অন্য দেশের পতাকা প্রদর্শনের অর্থ কী? আজ ইসরায়েলের পতাকা, কাল আরেকটি দেশের পতাকা দেখাবেন? বাংলার সংস্কৃতিকে নষ্ট করার এই ষড়যন্ত্র আমরা মানি না।”

তিনি আরও বলেন, “অর্জুন সিং চাইলে নিজের বাড়িতে ইসরায়েলের পতাকা লাগাতে পারতেন। কিন্তু ধর্মীয় শোভাযাত্রায় এটি প্রদর্শনের উদ্দেশ্যই বা কী?”

অভিযোগপত্রে এই ঘটনার ফলে “সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে” বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং দ্রুত এফআইআর দাখিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে এখনো অর্জুন সিং কিংবা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাজ্যে তৃণমূল-বিজেপি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযোজ্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে সাবেক এমপির মিছিল, তুমুল সমালোচর ঝড়

প্রকাশঃ 05:25:05 am, Wednesday, 9 April 2025

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রামনবমী শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনায় সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম।

গত রবিবার আয়োজিত ওই শোভাযাত্রা ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্জুন সিং এক হাতে গেরুয়া পতাকা এবং অন্য হাতে ভারতের জাতীয় পতাকার পাশাপাশি ইসরায়েলের পতাকা বহন করছেন। শোভাযাত্রায় আরও বেশ কয়েকটি ইসরায়েলি পতাকা প্রদর্শিত হয় বলে অভিযোগ।

সোমনাথ শ্যাম তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, “ধর্মীয় শোভাযাত্রার সুযোগ নিয়ে ইসরায়েলের পতাকা প্রদর্শন করে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের ধর্মীয় সৌহার্দ্য ও সংস্কৃতিকে আঘাত করার চক্রান্ত করেছেন।” তিনি এই ঘটনাকে “সাজানো ষড়যন্ত্র” বলে অভিহিত করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমনাথ শ্যাম প্রশ্ন তোলেন, “শোভাযাত্রায় অন্য দেশের পতাকা প্রদর্শনের অর্থ কী? আজ ইসরায়েলের পতাকা, কাল আরেকটি দেশের পতাকা দেখাবেন? বাংলার সংস্কৃতিকে নষ্ট করার এই ষড়যন্ত্র আমরা মানি না।”

তিনি আরও বলেন, “অর্জুন সিং চাইলে নিজের বাড়িতে ইসরায়েলের পতাকা লাগাতে পারতেন। কিন্তু ধর্মীয় শোভাযাত্রায় এটি প্রদর্শনের উদ্দেশ্যই বা কী?”

অভিযোগপত্রে এই ঘটনার ফলে “সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে” বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং দ্রুত এফআইআর দাখিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে এখনো অর্জুন সিং কিংবা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাজ্যে তৃণমূল-বিজেপি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযোজ্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।