Dhaka 9:24 pm, Sunday, 17 August 2025

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত, সমালোচনার ঝড়

পবিত্র ঈদুল ফিতরের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় চাকরি হারালেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিদ্যুৎ বিভাগের এক কর্মী। বরখাস্ত হওয়া ওই ব্যক্তির নাম সাকিব খান। তিনি বিদ্যুৎ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন সাহারানপুর জেলার কৈলাসপুর পাওয়ার হাউসে।

রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

৩১ মার্চ ঈদের নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা ওড়ান সাকিব খান। এরপর সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসে। দপ্তরের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার এই কাজকে “দেশবিরোধী” হিসেবে আখ্যায়িত করে বলেন, “বিষয়টি সামনে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময়ে তিনি আরো বলেন, যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয়। ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।

পুলিশ সূত্রে খবর, আম্বালা ঈদগাহে নামাজের পরে কয়েকজন ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনপন্থি স্লোগান দিয়েছিলেন।

সাহারানপুরের পুলিশ সুপার ব্যোম বিন্দল জানান, “সেই দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যেসব ব্যক্তিরা ওই মিছিলে অংশ নিয়েছিল, তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। অনেকে একে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলছেন, আবার অনেকে একে “দেশবিরোধী কাজ” বলেই সমর্থন করছেন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে।

এই ঘটনার মাধ্যমে ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় নজরদারির একটি চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত, সমালোচনার ঝড়

প্রকাশঃ 10:25:39 am, Monday, 7 April 2025

পবিত্র ঈদুল ফিতরের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় চাকরি হারালেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিদ্যুৎ বিভাগের এক কর্মী। বরখাস্ত হওয়া ওই ব্যক্তির নাম সাকিব খান। তিনি বিদ্যুৎ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন সাহারানপুর জেলার কৈলাসপুর পাওয়ার হাউসে।

রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

৩১ মার্চ ঈদের নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা ওড়ান সাকিব খান। এরপর সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসে। দপ্তরের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার এই কাজকে “দেশবিরোধী” হিসেবে আখ্যায়িত করে বলেন, “বিষয়টি সামনে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময়ে তিনি আরো বলেন, যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয়। ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।

পুলিশ সূত্রে খবর, আম্বালা ঈদগাহে নামাজের পরে কয়েকজন ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনপন্থি স্লোগান দিয়েছিলেন।

সাহারানপুরের পুলিশ সুপার ব্যোম বিন্দল জানান, “সেই দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যেসব ব্যক্তিরা ওই মিছিলে অংশ নিয়েছিল, তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। অনেকে একে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলছেন, আবার অনেকে একে “দেশবিরোধী কাজ” বলেই সমর্থন করছেন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে।

এই ঘটনার মাধ্যমে ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় নজরদারির একটি চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।