Dhaka 10:15 pm, Sunday, 17 August 2025

গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল

২৪ মার্চ, ২০২৫ ১২:৫০

ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে ইসরায়েল। ইসরায়েলের অর্থনৈতিক বিষয়ক কমিটি রবিবার দেশটির দক্ষিণে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের নতুন এই বিমানবন্দরটি গাজার সীমান্তের কাছের এলাকা থেকে খুব বেশি দূরে নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যে অঞ্চলে হামলা চালিয়েছিল, সেখান থেকে এটির দূরত্ব খুব কাছেই।

সংসদে অনুমোদনের অপেক্ষায় থাকা একটি বিল অনুসারে, বিমানবন্দরটি নেভাতিম শহরে নির্মিত হবে, যা গাজা সীমান্ত থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে। সড়কপথে এটি এক ঘণ্টার রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরি হবে তার পাশেই রয়েছে একটি সামরিক ঘাঁটি। নেগেভ মরুভূমির ওপর সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান।

গত বছরের অক্টোবরে ইরান এই বিমান ঘাঁটিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তেল আবিব থেকে প্রায় ১৩২ কিলোমিটার দূরে অবস্থিত নতুন বিমানবন্দরটি তৈরি করতে সাত বছর সময় লাগবে। বছরে প্রায় দেড় কোটি যাত্রী পরিবহন করতে পারবে এই বিমানবন্দরটি।

দেশটির কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন বিমানবন্দরটি নির্মাণ করা হচ্ছে।

নতুন বিমানবন্দর ঘিরে সেখানকার বেদুইন সম্প্রদায়ের প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

যদিও বিমানঘাঁটি কাছাকাছি থাকার কারণে ইসরাইলের সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠান এই প্রকল্পের বিরোধিতা করেছে। তবে শেষ পর্যন্ত এটিতে অনুমোদন দিয়ে পার্লামেন্টে পাস করাতে উদ্যোগী হয়েছে নেতানিয়াহুর প্রশাসন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল

প্রকাশঃ 06:49:55 am, Monday, 24 March 2025

২৪ মার্চ, ২০২৫ ১২:৫০

ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে ইসরায়েল। ইসরায়েলের অর্থনৈতিক বিষয়ক কমিটি রবিবার দেশটির দক্ষিণে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের নতুন এই বিমানবন্দরটি গাজার সীমান্তের কাছের এলাকা থেকে খুব বেশি দূরে নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যে অঞ্চলে হামলা চালিয়েছিল, সেখান থেকে এটির দূরত্ব খুব কাছেই।

সংসদে অনুমোদনের অপেক্ষায় থাকা একটি বিল অনুসারে, বিমানবন্দরটি নেভাতিম শহরে নির্মিত হবে, যা গাজা সীমান্ত থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে। সড়কপথে এটি এক ঘণ্টার রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরি হবে তার পাশেই রয়েছে একটি সামরিক ঘাঁটি। নেগেভ মরুভূমির ওপর সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান।

গত বছরের অক্টোবরে ইরান এই বিমান ঘাঁটিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তেল আবিব থেকে প্রায় ১৩২ কিলোমিটার দূরে অবস্থিত নতুন বিমানবন্দরটি তৈরি করতে সাত বছর সময় লাগবে। বছরে প্রায় দেড় কোটি যাত্রী পরিবহন করতে পারবে এই বিমানবন্দরটি।

দেশটির কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন বিমানবন্দরটি নির্মাণ করা হচ্ছে।

নতুন বিমানবন্দর ঘিরে সেখানকার বেদুইন সম্প্রদায়ের প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

যদিও বিমানঘাঁটি কাছাকাছি থাকার কারণে ইসরাইলের সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠান এই প্রকল্পের বিরোধিতা করেছে। তবে শেষ পর্যন্ত এটিতে অনুমোদন দিয়ে পার্লামেন্টে পাস করাতে উদ্যোগী হয়েছে নেতানিয়াহুর প্রশাসন।