টেসলার গাড়িতে হামলা করলে ২০ বছর জেল : ট্রাম্প
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা টেসলার গাড়িতে হামলা চালালে সর্বোচ্চ সাজা হিসাবে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ওয়াশিংটন পোস্টের।
গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রে টেসলার গাড়ি রয়েছে এমন দোকানে, চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার লাস ভেগাসে টেসলার দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িতে আগুন ধরে যায়।
এমন ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘যারা টেসলার গাড়ি নষ্ট করবেন, তাদের ২০ বছরের জন্য জেলে যাওয়ার খুব ভাল সুযোগ রয়েছে। তাদের মধ্যে আর্থিক মদদদাতারাও রয়েছেন।’
প্রসঙ্গত, টেসলা বিশ্বের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে প্রথম সারির একটি সংস্থা।
আর এই সংস্থার মালিক ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবেই পরিচিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প ইলন মাস্ককে আমেরিকার দক্ষতা বিষয়ক দফতরের শীর্ষ পদে বসিয়েছেন।
ইতিমধ্যেই সেই দফতরের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ইলন মাস্ক ওই প্রশাসনিক পদে বসার পরেই টেসলার গাড়ি বা দোকান লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে।
এর আগে টেসলার গাড়ি এবং ডিলারশিপগুলোকে লক্ষ্য করে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে ধারাবাহিক সহিংস হামলা চালানোয় নিজের জীবন নিয়ে উদ্বেগের কথা জানান মাস্ক।
ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় গত সোমবার মাস্ক বলেন, এগুলো এলোমেলো বিষয় নয়। আমার ও টেসলার বিরুদ্ধে একটি সমন্বিত প্রচেষ্টা চলছে। তারা মূলত আমাকে হত্যা করতে চায়। কারণ, আমি তাদের জালিয়াতি বন্ধ করছি।
আর তারা টেসলাকেও আঘাত করতে চায়, কারণ আমরা সরকারের ভয়াবহ অপচয় এবং দুর্নীতি বন্ধ করছি।
কিছু ফেডারেল কর্মী টেসলার গ্রাহকদের লক্ষ্য করে চরম পদক্ষেপ নিয়েছেন। একটি সাম্প্রতিক অনলাইন প্রচারণায় টেসলার মালিকদের ঠিকানা প্রকাশ করা হয়েছে এবং তাদের যানবাহনে রঙ স্প্রে করার আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুন
হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু
হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি টেসলা এবং এর সহযোগী সংস্থাগুলোর ওপর আক্রমণকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের চেয়ে কম কিছু নয়’ বলে অভিহিত করেছেন। তিনি দায়ীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, আর আক্রমণ হলে মামলা হতে পারে।