Dhaka 10:29 am, Sunday, 17 August 2025

স্বস্তি ফিরছে খুলনার ইলিশ বাজারে

 

বিক্রেতারা জানাচ্ছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আরও কমার সম্ভাবনা রয়েছে

বাজারদর অনুযায়ী, গত সপ্তাহে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ঝাটকা ইলিশ এখন ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। আধা কেজি আকারের ইলিশ ১ হাজার ৬০০ টাকা থেকে কমে ১ হাজার টাকায় নেমে এসেছে। বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ৭০০ গ্রাম ওজনের ইলিশ, যা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়; এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১ হাজার ৮০০ টাকা।

সবচেয়ে বেশি কমেছে এক কেজি ওজনের ইলিশ; বর্তমানে কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত। শুক্রবার খুলনার রূপসা পাইকারি মাছ বাজার, নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও শেখপাড়া বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

খুলনার নতুন বাজারের মাছ বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘এক সপ্তাহ আগেও আধা কেজি আকারের ইলিশ ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছি, এখন সেটা ১ হাজার টাকা। সরবরাহ ভালো থাকায় দাম আরও কিছুটা কমতে পারে।’

দাম কমায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে উৎসাহ। তবে অনেকেই মনে করছেন, মৌসুমের ভরা সময়ে আরও দাম কমা উচিত। নতুন বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা রুবিনা আক্তার বলেন, ‘আগে দাম বেশি থাকায় একটার বেশি কিনতে পারিনি, আজ দুইটা কিনে ফেললাম। আশা করি সামনে আরও সস্তা হবে।’

মিস্ত্রিপাড়া বাজারে ক্রেতা নাসির উদ্দিন বলেন, ‘দাম কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এখনও সবার নাগালের মধ্যে আসেনি। তবুও আগের তুলনায় বাজারে স্বস্তি ফিরেছে।’ শেখপাড়া বাজারে ইলিশ কিনতে আসা গৃহিণী মনোয়ারা বেগম বলেন, ‘গত সপ্তাহে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে, আজ ১ হাজার ৩০০ টাকায় পেয়েছি। এই দামে বাজারে ভিড় বাড়বে।’

পাইকারি আড়ৎ রূপসা আড়তে এখন স্বস্তির আমেজ। খুলনার বিভিন্ন বাজারে সরবরাহকারী আড়ৎদার কামাল হোসেন বলেন, ‘এখন পর্যন্ত এই মৌসুমের সবচেয়ে কম দামে ইলিশ কিনতে পারছি। আগে বিক্রি করে ক্ষতির মুখে পড়েছি, এখন লাভের মুখ দেখবো।’

 

আড়ৎদাররা জানাচ্ছেন, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বিশেষ করে বরিশাল অঞ্চল থেকে প্রতিদিন ট্রলারভর্তি ইলিশ আসছে। আগামী কয়েক দিনের মধ্যেই দাম আরও কিছুটা কমবে বলে আশা করছেন তারা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

স্বস্তি ফিরছে খুলনার ইলিশ বাজারে

প্রকাশঃ 02:13:34 pm, Friday, 15 August 2025

 

বিক্রেতারা জানাচ্ছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আরও কমার সম্ভাবনা রয়েছে

বাজারদর অনুযায়ী, গত সপ্তাহে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ঝাটকা ইলিশ এখন ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। আধা কেজি আকারের ইলিশ ১ হাজার ৬০০ টাকা থেকে কমে ১ হাজার টাকায় নেমে এসেছে। বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ৭০০ গ্রাম ওজনের ইলিশ, যা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়; এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১ হাজার ৮০০ টাকা।

সবচেয়ে বেশি কমেছে এক কেজি ওজনের ইলিশ; বর্তমানে কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত। শুক্রবার খুলনার রূপসা পাইকারি মাছ বাজার, নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও শেখপাড়া বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

খুলনার নতুন বাজারের মাছ বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘এক সপ্তাহ আগেও আধা কেজি আকারের ইলিশ ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছি, এখন সেটা ১ হাজার টাকা। সরবরাহ ভালো থাকায় দাম আরও কিছুটা কমতে পারে।’

দাম কমায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে উৎসাহ। তবে অনেকেই মনে করছেন, মৌসুমের ভরা সময়ে আরও দাম কমা উচিত। নতুন বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা রুবিনা আক্তার বলেন, ‘আগে দাম বেশি থাকায় একটার বেশি কিনতে পারিনি, আজ দুইটা কিনে ফেললাম। আশা করি সামনে আরও সস্তা হবে।’

মিস্ত্রিপাড়া বাজারে ক্রেতা নাসির উদ্দিন বলেন, ‘দাম কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এখনও সবার নাগালের মধ্যে আসেনি। তবুও আগের তুলনায় বাজারে স্বস্তি ফিরেছে।’ শেখপাড়া বাজারে ইলিশ কিনতে আসা গৃহিণী মনোয়ারা বেগম বলেন, ‘গত সপ্তাহে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে, আজ ১ হাজার ৩০০ টাকায় পেয়েছি। এই দামে বাজারে ভিড় বাড়বে।’

পাইকারি আড়ৎ রূপসা আড়তে এখন স্বস্তির আমেজ। খুলনার বিভিন্ন বাজারে সরবরাহকারী আড়ৎদার কামাল হোসেন বলেন, ‘এখন পর্যন্ত এই মৌসুমের সবচেয়ে কম দামে ইলিশ কিনতে পারছি। আগে বিক্রি করে ক্ষতির মুখে পড়েছি, এখন লাভের মুখ দেখবো।’

 

আড়ৎদাররা জানাচ্ছেন, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বিশেষ করে বরিশাল অঞ্চল থেকে প্রতিদিন ট্রলারভর্তি ইলিশ আসছে। আগামী কয়েক দিনের মধ্যেই দাম আরও কিছুটা কমবে বলে আশা করছেন তারা।