Dhaka 10:42 am, Sunday, 17 August 2025

শিক্ষক আলাউদ্দিন শিকদারের ফাঁসির দাবীতে মানববন্ধন

 

তেরখাদায় খাদিজাতুল কুবরা রাঃ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আলাউদ্দিন শিকদারের ফাঁসির দাবীতে গতকাল ১৪ আগস্ট সকালে শেখপুরা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা কালে বক্তারা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, ধর্ষন ও যৌন হয়রানি মামলাম আসামি আলাউদ্দিনকে মাদ্রাসায় পুনর্বহাল করলে মাদ্রাসায় তালা জুলিয়ে সকল নারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠান ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার হুশিয়ারি প্রদান করেন। অপরদিকে ভুক্তভোগী ছাত্রির মাতা ধর্ষণ মামলার বাদী ছাত্রীদের সাথে তাল মিলিয়ে একই শুরে বলেন চরিত্রহীন আলাকে মুক্তি কেন দেওয়া হলো।

 

আলাউদ্দিন ইতিপূর্বে একাদিক ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং আলাউদ্দিনের পূর্বে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও উক্ত প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে জোরপূর্বক বিবাহ করেছে। শত শত কোমলমতি শিক্ষার্থী এবং অভিভাবক গনের একই দাবী আলাউদ্দিনের কাছে কোন ছাত্রী নিরাপদ নয় অতএব আলাউদ্দিনের ফাসীছাই। অত্র মাদ্রাসার ছাত্রীরা আয়োজিত মানববন্ধনের সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মোঃ মোজাহিদুল ইসলাম৷ বক্তৃতা করেন মাদ্রাসার সহ-সুপার আব্দুস সালাম জাহেদি,সমাজসেবক মোস্তফা শেখ, মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন, তছিরুননেছা, আসমা আক্তার, মাহমুদা খাতুন, মাজাহারুল ইসলাম, মোস্তফা কামাল, রাসেল আলম, রিনা খানম, মাদ্রাসা শিক্ষার্থী মুর্শীদা,আইরিন আক্তার, আদরি আক্তার, ফারজানা খানম, ঐশি আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারিয়া সুলতানা মিথি, মিম্মা আক্তার, নাঈম নিশাদ, তানহা, লামিয়া, মহিমা, অধোরা, মরিয়ম, শিক্ষার্থীদের অভিভাবক রুনা বেগম, জেসমিন আক্তার, রতনা, ফারজানা, সাফমিদা, খাদিজা, নাজমিন প্রমূখ।

ভূক্তভোগীর পিতা ও মাতা উপস্থিত ছিলেন। উল্লখ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২০ নভেম্বর
মাদ্রাসার তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠে। পরবর্তীতে ধর্ষীতার মাতা তার বিরুদ্ধে তেরখাদা থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে পুলিশ তআটক করে কোর্ট হাজতে প্রেরণ করে। পরবর্তীতে সকল স্বাক্ষী ও আলামত আলাউদ্দিনের বিপক্ষে থাকা সত্বেও মামলা থেকে খালাস পেয়ে এই প্রতিষ্ঠানে পুনর্বহালের চেষ্টা করলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

শিক্ষক আলাউদ্দিন শিকদারের ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশঃ 03:10:40 pm, Thursday, 14 August 2025

 

তেরখাদায় খাদিজাতুল কুবরা রাঃ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আলাউদ্দিন শিকদারের ফাঁসির দাবীতে গতকাল ১৪ আগস্ট সকালে শেখপুরা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা কালে বক্তারা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, ধর্ষন ও যৌন হয়রানি মামলাম আসামি আলাউদ্দিনকে মাদ্রাসায় পুনর্বহাল করলে মাদ্রাসায় তালা জুলিয়ে সকল নারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠান ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার হুশিয়ারি প্রদান করেন। অপরদিকে ভুক্তভোগী ছাত্রির মাতা ধর্ষণ মামলার বাদী ছাত্রীদের সাথে তাল মিলিয়ে একই শুরে বলেন চরিত্রহীন আলাকে মুক্তি কেন দেওয়া হলো।

 

আলাউদ্দিন ইতিপূর্বে একাদিক ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং আলাউদ্দিনের পূর্বে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও উক্ত প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে জোরপূর্বক বিবাহ করেছে। শত শত কোমলমতি শিক্ষার্থী এবং অভিভাবক গনের একই দাবী আলাউদ্দিনের কাছে কোন ছাত্রী নিরাপদ নয় অতএব আলাউদ্দিনের ফাসীছাই। অত্র মাদ্রাসার ছাত্রীরা আয়োজিত মানববন্ধনের সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মোঃ মোজাহিদুল ইসলাম৷ বক্তৃতা করেন মাদ্রাসার সহ-সুপার আব্দুস সালাম জাহেদি,সমাজসেবক মোস্তফা শেখ, মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন, তছিরুননেছা, আসমা আক্তার, মাহমুদা খাতুন, মাজাহারুল ইসলাম, মোস্তফা কামাল, রাসেল আলম, রিনা খানম, মাদ্রাসা শিক্ষার্থী মুর্শীদা,আইরিন আক্তার, আদরি আক্তার, ফারজানা খানম, ঐশি আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারিয়া সুলতানা মিথি, মিম্মা আক্তার, নাঈম নিশাদ, তানহা, লামিয়া, মহিমা, অধোরা, মরিয়ম, শিক্ষার্থীদের অভিভাবক রুনা বেগম, জেসমিন আক্তার, রতনা, ফারজানা, সাফমিদা, খাদিজা, নাজমিন প্রমূখ।

ভূক্তভোগীর পিতা ও মাতা উপস্থিত ছিলেন। উল্লখ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২০ নভেম্বর
মাদ্রাসার তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠে। পরবর্তীতে ধর্ষীতার মাতা তার বিরুদ্ধে তেরখাদা থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে পুলিশ তআটক করে কোর্ট হাজতে প্রেরণ করে। পরবর্তীতে সকল স্বাক্ষী ও আলামত আলাউদ্দিনের বিপক্ষে থাকা সত্বেও মামলা থেকে খালাস পেয়ে এই প্রতিষ্ঠানে পুনর্বহালের চেষ্টা করলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।