খুলনার ডুমুরিয়ায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ‘আইস’ নামক ভয়াবহ মাদক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে সাতক্ষীরা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব মাদক পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বাসের চালক ও হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রমজান শেখের ছেলে চালক বিল্লাল শেখ (৪০) এবং একই জেলার কালিগঞ্জ উপজেলার মৃত কালিপদ অধিকারীর ছেলে হেলপার সুকুমার অধিকারী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার একটি টিম দুপুরে একটি বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে যাত্রী আসনের নিচে রাখা একটি কাগজের বিস্কুটের কার্টনের ভেতর থেকে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেটে মোড়ানো মোট ২ কেজি ‘আইস’ উদ্ধার করা হয়। মাদকটি দেখতে সাগু দানার মতো এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বেশি বলে জানিয়েছে পুলিশ। মাদক বহনের অভিযোগে ঘটনাস্থলেই বাসটিও জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, বাসে যাত্রীর ভিড় থাকলেও গোপন তথ্য পাওয়ার পর পুলিশ হঠাৎ তল্লাশি শুরু করে। প্রথমে কিছুই না পেলেও শেষ মুহূর্তে চালকের কাছাকাছি রাখা কার্টনের ভেতরে মাদকটি পাওয়া যায়। এরপরই চালক ও হেলপারকে হেফাজতে নেয় পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, উদ্ধার হওয়া ‘আইস’-এর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আটক দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।