আজ ১০ আগস্ট ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় নগরীর খানজাহানআলী আলী থানাধীন বাদামতলা, শিরোমণিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেল এর আয়োজনে “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, গাড়ি চালানোর সময় আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। ট্রাফিক আইন এবং সিগন্যাল মেনে চলবেন। ট্রাফিক আইন শুধু জানলেই হবে না, আমাদের দেশের সড়ক নিরাপত্তা বিষয়েও বাস্তব জ্ঞান থাকতে হবে। মনে রাখবেন আপনি যখন চালকের আসনে থাকেন তখন আপনার পিছনে বসা যাত্রীদের জীবনের নিরাপত্তা অনেকাংশে আপনার হাতে থাকে। মোবাইল ফোনে কথা বলতে বলতে কিংবা হেডফোন কানে লাগিয়ে গল্প করতে করতে গাড়ি চালাবেন না। তিনি চালকদের পান, তামাক কিংবা নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। ঘুম চোখে কিংবা ক্লান্ত শরীর নিয়ে গাড়ি না চালানোর পরামর্শ প্রদান করেন। কর্মশালায় উপস্থিতদের মধ্যে কয়েকজনকে পুলিশ কমিশনার ট্রাফিক সিগন্যাল সম্পর্কে প্রশ্ন করেন এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত কারেন। এসময় তাদের মাঝে কেএমপি’র পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট (এওয়ারনেস কার্ড) বিতরণ করা হয়। তিনি বলেন, আমি আশা করছি খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং বিআরটিএ এর সমন্বিত প্রয়াসে ধীরে ধীরে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে সড়ক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাধিত হবে।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে খুলনা বিআরটিএ এর পরিচালক প্রকৌশলী জনাব জিয়াউর রহমান, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উসমান সরওয়ার আলম-সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।