গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ নামে একটি সংবাদপত্রের গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনবে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সাংবাদিক পলাশ প্রধান বিবিসি বাংলাকে জানিয়েছেন, “মসজিদ মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ঘটনাটির ভিডিও ধারণ করেন তুহিন। এতেই ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় ছিনতাইকারীরা। পাশের একটি মার্কেটের সামনে সুযোগ পেয়েই ধাওয়া দেয়। পরে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।”