আজ আনুমানিক ৮:৪০ এ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন উত্তর হরিণটানা শিশু বাগানের মধ্যে ধারালো চাকু দিয়ে আহত করা হয়। আহত ব্যাক্তির পরিচয় সাগর মোল্লা (২৭ ছাত্রদল কর্মী) পিতাঃ- রেজাউল মোল্লা সাংঃ-পূর্ব বানিয়ে খামার বড় মসজিদের পূর্ব পাশে থানাঃ- সদর খুলনা মহানগরীকে মাদক সংক্রান্তের জের ধরে রাজু (৩০) এর নেতৃত্বে ৮/১০জন অজ্ঞতানামা দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে আঘাত করে। প্রাথমিক ভাবে জানা যায়, পিঠের বাম সাইডে, বাম কোমরের উপরে, পেটের ডান সাইডে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে গুরুতর অবস্থায় ০৯:২০ ঘটিকায় সার্জারি-০২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন । বর্তমানে সাগর মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।