খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়েছে ইউসুফ নামের এক মাদক মামলার আসামী। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। প্রিজন সেলে রেখে ইউসুফকে চিকিৎসা দেওয়া হয়। ওই সেলে থাকা মাকসুদ আলম নামে আরও একজন আসামি চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ৩ টার দিকে মাকসুদ বাথরুমে যাওয়ার প্রয়োজন জানায়। এ সময়ে সেখানে উপস্থিত পুলিশ কনস্টেবল রাব্বি আলী তালা খুুলে দেয় এবং তাকে বাথরুমে নিয়ে যায়। তখন পুলিশ কনস্টেবল দরজার তালাটি বন্ধ করতে ভুলে যায়। পরবর্তীতে বাথরুমে থেকে মাকসুদকে ফেরত নিয়ে আসার সময় অপর আসামি ইউসুফ সেলে আর নেই। সেখান থেকে সে পালিয়েছে।