দেশের তথ্য ডেস্কঃ
খুলনা সদর পূর্ব বানিয়া খামার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী জয়নাল আবেদীন জনি (৪০) এর বাড়িতে মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর) নেতৃত্বে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোঃ জয়নাল আবেদীন জনি নামে সন্ত্রাসীর তথ্য অনুযায়ী দেশিয় শর্ট গান- ০১ টি, মোবাইল ফোন – ০১ টি, কার্তুজ -০২রাউন্ড, নেশা জাতীয় দ্রব্য:০১ বোতল, গোলাবারুদ তৈরীর কেমিক্যাল:০৩ বোতল তার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা করার জন্য খুলনা সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আইনি প্রক্রিয়া অনুযায়ী খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।